ডেস্ক রিপোর্ট : প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির পক্ষে বিভাগীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক শ্রদ্ধা জানান।
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে লাইব্রেরির সামনে তাকে দাফন করা হয়।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে হাসান আজিজুল হকের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সামনে নেয়া হয়। যেখানে তিনি দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করেছেন। সোমবার রাত সোয়া ৯টায় রাজশাহীর নিজ বাসভবনে ৮২ বছর বয়সী হাসান আজিজুল হক মারা যান
হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ২ ফেব্রুয়ারি ভারতের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৬০ সালে দর্শনে এম. এ. ডিগ্রি লাভ এবং ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
দিএডিটর৩৬৫/এমআরএম