চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়।
সেখানে সরেজমিনে দেখা যায়, পরীমনির বাসার গেটের বাইরে র্যাব সদস্যরা অবস্থান করছেন। তার বাসা ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এই মুহূর্তে র্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’
উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান।
এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পান।
দিএডিটর৩৬৫/এমআরএম