দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৮৮ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে রাজধানী ঢাকায় ২৩২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৬ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪ হাজার ৫০৯ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়কালে হাসপাতাল থেকে সেবা ও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ১৯৬ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে এক হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৮৯ জন ভর্তি রয়েছেন। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৭ জন।
দিএডিটর৩৬৫/এমআরএম