চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ জেলায় বর্তমানে পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সরকারি করোনাভাইরাস সংক্রান্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১৯৩ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২১৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার সংখ্যা হিসেবে করোনা শনাক্ত ছিল ১৫ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ জেলায় করোনয়া আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান গত বছরের ৯ এপ্রিল।
দ্যএডিটর৩৬৫/ জেডআই