ডেস্ক রিপোর্ট : গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস থেকে সোমবার ফিলিস্তিনীরা ইসরায়েলকে লক্ষ্য করে ২০টির মতো প্রজেক্টাইল ছুঁড়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
হতাহতের কোন উল্লেখ না করে সেনাবাহিনী বলেছে, খান ইউনুস থেকে আনুমানিক ২০টি প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে। কিছু প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে। কিছু ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত করেছে।
ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদি শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলে প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম