ডেস্ক রিপোর্ট : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। বাকি আহত পাঁচজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো তিনজন মারা যান। আহত দুইজন চিকিৎসাধিন রয়েছেন।
এই রিপোর্ট লেখার সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আরিফ আনোয়ার জানান, হতাহতদের পরিচয় তখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশগুলো এবং বাসটি থানার সামনে নিয়ে আসা হয়েছে।
ঘটনার পরই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম