ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা শেষে নিজের বাসায় ফিরোজায় ফিরেছেন।
রবিবার বিকেল ৫টার কিছু পরে সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবনের উদ্দেশে বের হয়। গাড়িটি কিছু পরেই খালেদা জিয়া ফিরোজায় এসে পৌঁছান।
খালেদা জিয়া বাড়ি পৌঁছালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শুভেচ্ছা জানান। এ সময় বাড়ির সামনে শতাধিক নেতাকর্মী খালেদা জিয়া দেখার জন্য ভিড় করেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁর বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য স্যাম্পল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।
দিএডিটর৩৬৫/এমআরএম