কুমিল্লায় ট্রেন ও সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
রেলের ঊধ্বর্তন উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ নিহত বা গুরুতর জখম হয়নি।
রোববার ভোর ৪টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এলে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই