ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের সীমান্ত রক্ষীরা জানায়, উত্তর কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সীমান্ত রক্ষীরা আরও জানিয়েছে, সরকারি স্থাপনাকে লক্ষ্য করে রাশিয়ার গ্র্যাড মিসাইল মঞ্চস্থ করা হয়েছে।
এর আগে রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ৪০ সেনা ও ১২ নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এছাড়াও পাল্টা হামলায় রাশিয়ার ৫০ সেনা নিহত, ৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে তারা। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।
সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। উত্তরে বেলারুশ এবং দক্ষিণে ক্রিমিয়া থেকে সেনা প্রবেশ করছে বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। অভিযান শুরুর পরপরই সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা বলছেন, ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। পুলিশ আরো জানিয়েছে যে মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন বলেও জানায় পুলিশ।
এদিকে রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানাচ্ছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী ডিপি এস ইউ।
ডিপি এস ইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে। সংস্থাটি জানিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।
রাজধানী কিয়েভের আকাশ সীমায় রেড এলার্ট জারি করা হয়েছে। এছাড়াও স্কুল-কলেজ বন্ধসহ সবাইকে কাজে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম