আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে গোটা এলাকা জুড়ে অসহায়দের চিৎকার আর হাহাকার। অ্যাবি গেটের সামনে পড়ে রয়েছে সারি সারি রক্তাক্ত দেহ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিদেশী গণমাধ্যম জানায়, আমেরিকার সেনা-ঘেরা অ্যাবি গেটের সামনে প্রথমে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঠিক পরেই শুরু হয় এলোপাথাড়ি গুলি-বর্ষণ। গোটা ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত ৫২ আহত হয়েছে দুই বিস্ফোরণের জেরে, এমনটাই জানিয়েছেন এক তালেবান মুখপাত্র।
কিন্তু মৃত্যু ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারেই বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে।
দেশ ছাড়তে চেয়ে আমেরিকান সেনার নিয়ন্ত্রণে থাকা ওই গেটের কাছে জড়ো হয়েছিলেন প্রচুর আফগান। হামলায় লক্ষ্য তারাই ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ওয়াশিংটনের দাবি, আইএস জঙ্গি সংগঠনের ‘খোরাসান’ শাখা এই হামলা চালিয়েছে। ঘটনায় তিন আমেরিকার সেনা ও একাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কাবুল থেকে বিবিসি সংবাদদাতা সেকান্দার কিরমানি জানান, বিস্ফোরণের পর যেসব ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে তাতে লাশের ওপর লাশ পড়ে থাকতে দেখা গেছে।
ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে তার ধারনা। ঘটনাস্থল থেকে বহু আহত ব্যক্তিদের সরিয়ে নিতে দেখা গেছে।
এদিকে বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানান, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই পেন্টাগনের তরফে এমন হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
দিএডিটর৩৬৫/এমআরএম