আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলায় নিহত বেড়ে ৯০ জন হয়েছে।নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাসহ ৭৭ জন আফগান রয়েছে।আহত হয়েছে ১৫৯ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এর আগে কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে জানিয়ে নিজেদের নাগরিকদের অবিলম্বে ওই এলাকা ছাড়তে নির্দেশনা করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণ ঘটে কাবুল বিমান বন্দরে।হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ২০১১ সালের পর আফগানিস্তানে এক ঘটনায় সর্বোচ্চ মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল বৃহস্পতিবার।
বিস্ফোরণে কয়েকজন নিরাপত্তা রক্ষীর আহত হওয়ার দাবি করেছে তালেবান। একই সাথে নিন্দা জানিয়েছে তারা। তালেবান বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থানে বিদেশি সেনাদের উপস্থিতিতে এই হামলা চালানো হয়েছে। বিশ্ব সম্প্রদায়েরও উচিত বেসামরিক আফগানদের লক্ষ্য করে এই হামলার নিন্দা জানানো।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিক প্রত্যাহার ৩১ আগস্ট পর্যন্ত চলবে। তিনি আরো সতর্ক করে বলেন আইএসকে এই হামলার চরম মূল্য দিতে হবে। দিএডিটর৩৬৫/এমআরএম