আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে এক হামলার ভয় না কাটতেই আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রবিবার আরেকটি হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের সর্তক করে দিয়ে বলেছে, ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য’ হামলার হুমকির রয়েছে। ওই এলাকা এড়িয়ে চলতে হবে। এছাড়া এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে। খবর বিবিসর।
এর আগে গত বৃহস্পতিবার কাবুলের বিমানবন্দর এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়া কাবুলের হামলার আশঙ্কা প্রকাশ করে।
গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরের সামনে হামলায় নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ ও যুক্তরাজ্যের দুই সৈন্য রয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস-কে এই হামলার দায় স্বীকার করেছে।
এদিকে হামলার পরপরই পাকিস্তান সীমান্তবর্তী আফগান প্রদেশ নানগারহারে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
অন্যদিকে কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণের পর আফগানিস্তানের প্রথম ড্রোন হামলা এটি। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, যার সংক্ষিপ্ত রূপ আইএস-কে। আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে চরমপন্থি ও সহিংস তারা।
গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখলের ঘোষণা দেওয়ার পর থেকেই কাবুল ছাড়ার চেষ্টা করছে মানুষ। তালেবান বলেছে, আফগানদের দেশ ছাড়তে দেবে না তারা।
দ্যএডিটর৩৬৫/ জেডআই