আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়া পর দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেছে আফগানসহ অনেক বিদেশী নাগরিক। তাদের সাথে ১৫ বাংলাদেশিও আটকা পড়েছিলেন। তবে গতকাল শনিবার ওই বিমানবন্দর থেকে কাতারে পৌঁছেছেন ১২ বাংলাদেশি। এএফপির প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন কাবুল রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশির সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে জানা গেছে।
গতকাল রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরবেন।
গত বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শিক্ষার্থীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়ে। আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলামও বাংলাদেশিদের সাথে এখন কাতারে আছেন।
গত বৃহস্পতিবারের আত্মঘাতি হামলার প্রসঙ্গে জানতে চাইলে রাজীব ইসলাম বলেন, ‘দীর্ঘ অপেক্ষার ক্লান্তি নিয়ে আমরা যখন বিমানবন্দরে প্রবেশের অনুমতির অপেক্ষায়, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা তখন বাসে। চারপাশের লোকজনের মতো স্বাভাবিকভাবে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যতটা সম্ভব নিরাপদ দূরত্বে আমরা সরে যাই।’
দ্যএডিটর৩৬৫/ জেডআই