ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২২১ জন।
গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল এই রোগে ১ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ৫ জনই পুরুষ। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০৭ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২১ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৭ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২২১ জন। গতকাল ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩৭ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩৩ জন। শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। গতকালও ১ জনই মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।
দিএডিটর৩৬৫/এমআরএম