দেশে করোনায়একদিনে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩৯৭ জনে দাঁড়িয়েছে।
একদিনে ৫৫ হাজার ২৮৪ জনের পরীক্ষায় নতুন করে ১৫ হাজার ৭৭৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ১ আগস্ট থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১৯ জন, ৬৭ দশমিক ৩৯ শতাংশ এবং নারী ৬ হাজার ৯৭৮ জন, ৩২ দশমিক ৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টা মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১১ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১২ জন করে। এদের মধ্যে ১৭৩ জন সরকারি, ৪৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১৫ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
গত ২৪ ঘণ্টা ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৯৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৩৭ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টা ২২ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৩ জন। ঢাকায় শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ। গতকাল এই জেলায় ২০ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৮৮ জন। যা ২৫ দশমিক ৩৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টা মারা গেছেন ৩৯ জন। গতকাল ৩৬ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টা হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৫ হাজার ৪৮২ জন। গতকালের চেয়ে আজ ৭১৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬ দশমিক ৬০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২০ শতাংশ বেশি। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টা নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭ হাজার ২৯৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৫ হাজার ৯৩৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৬০ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫৩ হাজার ৪৬২ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৮২২ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম