ডেস্ক রিপোর্ট : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ৩৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৫৮৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৫ হাজার ৭৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।
এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৯ হাজার ৫২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের তিনজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগের দুইজন ও ময়মনসিংহ বিভাগের দুইজন রয়েছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম