ডেস্ক রিপোর্ট : দেশে করোনায় আক্রান্ত হয় একদিনে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৪ হাজার ৬৭ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৭ হাজার ২৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের বয়সের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের কম বয়য়ী একজন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশালি বিভাগের একজন ও সিলেট বিভাগের দুইজন রয়েছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম