ডেস্ক রিপোর্ট : দেশে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ৩৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৩ হাজার ৫৪৭ জনের। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ১ হাজার ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া ১৬ জনের মধ্যে সাতজন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম