ডেস্ক রিপোর্ট : করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ২ হাজার ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৪ হাজার ৬৯৮ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।
এর আগে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ২৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৮৪ জন।
মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন। ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে পাঁচ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চার জন, খুলনায় এক জন, বরিশাল বিভাগে একজন, রাজশাহীতে এক জন, রংপুর বিভাগে এক জন। তাঁদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ১৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১১ জন মারা গিয়েছিল।
দিএডিটর৩৬৫/এমআরএম