করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। নাম সুবর্ণা ইসলাম রোদেলা।
বুধবার রাতে মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রোদেলা জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে।
পরিবার জানিয়েছে, গত তিন দিন ধরে রোদেলার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও খেয়েছিল। কিন্তু শনিবার দুপুর ১২টার দিকে মারাত্নক শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথা উঠে সে অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।
সুবর্ণার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে গাবতলী এলাকায় সে অ্যাম্বুলেন্সে নিস্তেজ হয়ে পড়লে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল বলেন, একজন ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী করোনা পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিল।
জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, এর আগে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তার ৫৮ জন সহপাঠীকে করোনা পরীক্ষা করোনো হয়েছিল। তবে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। তাই আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় বৃহস্পতিবার থেকে ওই শ্রেণির পাঠদান চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম