ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়।এতে নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি ল্যাবে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। এদের মধ্যে শুন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন।
একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহীতে ছয়জন, খুলনা বিভাগে সাতজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এদের মধ্যে ৩০ জন সরকারি হাসপাতালে ও পাঁচজন বেসরকারি হাসপাতালে এবং হাসপাতালে মৃত্যু অবস্থায় আসছে একজন।
দিএডিটর৩৬৫/এমআরএম