ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৬ জনে।
এ সময়ে সুস্থ হয়েছে দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৩৩২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৫টি ল্যাবে ৪৩ হাজার ছয়টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। মৃতদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৫ জন। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।
একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ২২ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহীতে চারজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এদের মধ্যে ২২ জন সরকারি হাসপাতালে ও ১২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছে।
এর আগে, শনিবার (২৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১০ হাজার ৩৭৮ জন।
দিএডিটর৩৬৫/এমআরএম