প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের নেতৃত্বে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তিনি করোনায়ও আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন।
এর আগে, হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয়। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
হাসান আজিজুল হক ইলেকট্রোলাইন ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে করোনার কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
দিএডিটর৩৬৫/এমআরএম