ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত ওপেনার হিসেবে খেলতে নেমে ব্যর্থ হলেন বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।
বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমক দেখিয়ে ওপেনার হিসেবে নামেন সাকিব। ১২ বলে ১টি চারে ৯ রানের বেশি করতে পারেননি সাকিব।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
১৪৩ রানের টার্গেটে মোহাম্মদ নাইমের সাথে ওপেনার হিসেবে নামেন সাকিব। আগের ৯৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে কখনও ওপেনিং করেননি সাকিব। আজ নিজের ৯৪তম ম্যাচে ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না সাকিব। আন্দ্রে রাসেলের করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে মিড-অফে জেসন হোল্ডারকে ক্যাচ দেন তিনি।
দিএডিটর৩৬৫/এমআরএম