ইতালির রোমে অনুষ্ঠিতব্য ‘ইউএন ফুড সিস্টেমস সামিট-২০২১’ এর প্রাক্কালে এমিনেন্স অ্যাসেসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর প্রমোটিং নিউট্রিশন (বিসিএসএনপিএন) যৌথভাবে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডে ফুড সিস্টেমস ডায়ালগ’ শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট ফুড সিস্টেমস সামিট ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১) এমিনেন্স এবং বিসিএসএনপিএন এর যৌথ আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হয়।
এই ডায়ালগের (সংলাপ) অংশ হিসেবে আসন্ন ইউএন ফুড সিস্টেম সামিট-২০২১ এর প্রাক্কালে এটি ছিল দিনব্যাপী পাঁচটি সেশনের একটি ভার্চুয়াল ইভেন্টেরও আয়োজন করা হয়।
এই ডায়ালগে স্থান পেয়েছে, বাংলাদেশের খাদ্য ব্যবস্থার অন্তরায়গুলোর বিশ্লেষণ, এই প্রতিবন্ধকতাগুলি মোকাবেলায় সম্ভাব্য পথ সৃষ্টি, আলোচনার ভিত্তিতে টেকসই খাদ্য ব্যবস্থায় কার্যকরি পন্থা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ এর লক্ষ্যমাত্রা পূরণ ইত্যাদি আলোচনা ও ব্যাখার মাধ্যমে উপস্থাপন।
অনুষ্ঠানটিতে যোগ দেন, সংস্যদ সদস্য, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, এবং জাতীয় ও আন্তার্জাতিক পর্যায়ের বিভিন্ন এনজিওর পেশাজীবীসহ ফুড সিস্টেমের স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকরা।
এই ডায়ালগে (সংলাপে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আফম রুহুল হক, শামসুল হক টুকু ড. আব্দুল আজীজ, আহমেদ ফিরোজ কবির এবং ড. শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, ড. কাজী খলিকুজ্জামান, প্রফেসর ড. শাহ মনির হোসেন, প্রফেসর ড. আহম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, প্রফেসর ড. নাসিম আখতার, ড. মো. খলিলুর রহমান, ড. এসএম মোস্তাফিজুর রহমান, শাইখ সিরাজসহ আরো অনেকে।
ইউএন ফুড সিস্টেম সামিট-২০২১ এর জাতীয় আহ্বায়ক এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব খাজা আবদুল হান্নান একটি অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বলেন, ‘খাদ্য ব্যবস্থাকে আরো টেকসই করার লক্ষ্যে কার্যকরী কৌশল উদ্ভাবনে ইউএন ফুড সিস্টেম সামিট-২০২১ বিশ্বব্যাপী একটি বৃহৎ জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে আমরা সুপারিশ প্রদান করতে যাচ্ছি এবং আজকের এই ডায়ালগটি (সংলাপ)সেই পথপরিক্রমায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ডায়ালগে (সংলাপ) অংশগ্রহণকারী অতিথি এবং প্যানেল বক্তারা কৃষক ও অন্যান্য খাদ্য কর্মীদের স্বাস্থ্য, খাদ্য অপচয়, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাকৃতিক খাদ্য উৎপাদন, টেকসই খাদ্যাভ্যাস এবং অন্যান্য ক্ষেত্রে মহিলা ও তরুণদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
দ্যএডিটর৩৬৫/ জেডআই