ডেস্ক রিপোর্ট : রাজধানীর কলাবাগান থানার পান্থপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্স এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এ ঘটনায় অপর একজন আহত হয়েছে। নিহতের নাম আহসান কবির খান (৪৪)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আহসান কবির খান প্রথম আলোর সাবেক কর্মী। এ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বিপরীত পার্শে শাপলা ফার্নিচারের শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি চালক পালিয়ে গেছে।
দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট অসীম কুমার সূত্রধর জানান, উত্তর সিটির ময়লার গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল আরোহি আহসান কবির খান ছিটকে পড়েন। তাঁর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর পেছন থেকে লোকজন ধাওয়া দেয় গাড়িটিকে আটক করে। গ্রিনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহযোগি গাড়ি রেখে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর আহসান কবির খানকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কবির খানের জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি পাওয়া যায়।
এদিকে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যায়।
দিএডিটর৩৬৫/এমআরএম