ডেস্ক রিপোর্ট : গণপরিবহন ও পণ্যপরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা।
শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের দাবি মানা হয়নি। ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের পর ১ টাকা ৪০ পয়সার বদলে ২ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর জেরে দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তবে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস বন্ধ হলেও সিএনজিচালিত বাস কেন ধর্মঘটে গেল, সেই প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী।
সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু এই দফায় অন্য কোনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।
দিএডিটর৩৬৫/এমআরএম