সৈকত দে
এখন চুপ করে থাকাই ভালো।
যদি ভবিষ্যতের পুরস্কারটা ফস্কে যায়!
ওরা মাটিতে লুটিয়ে পড়ছে, অসুবিধা নেই হে, আমাদের কেউ ওখানে নেই।
এখন চুপ করে থাকাই ভালো।
আবৃত্তিকার চুপ করে আছে।
বলা যায় না তো, চুপ করে থেকে যদি সম্মিলিত সাংস্কৃতিক জোট কিংবা আবৃত্তি সমন্বয় পরিষদের একখানা পদ পাওয়া যায়, জীবনের শেষ দিকে এসে। গলা কাঁপায়ে ঐ প্রাণের মানুষকে বিক্রি করে দিলেই নিশ্চিত পুরস্কার।
চুপ করে থাকুন
মাননীয় অধ্যাপক তথা অর্ধেক ঢুকিয়ে পকাপকরা
বিদেশ সফর ফসকে যাবে
বিভাগের প্রধান চাইকি বিশ্ববিদ্যালয়ের ডিম উফ সরি ডিন হওয়া হবে না তো আর
ওখানে তো আমার ছেলেটি নেই, ভালো করে দেখুন স্যার
কবি এবং লেখকরা আর নির্মাতারা আজ হঠাৎ করে উপমা রূপক বিষয়ে স্তব্ধ হয়ে গেছে
কানে যাওয়ার বদলে কানের নিচে এসে যদি দুটো দিয়ে দেয় সোনার ছেলেরা! সেই ভয়ে আজ চুপ থাকা যাক৷
ঔপন্যাসিকরা আপাতত প্রধান নায়িকার বক্ষপ্রদেশের সুষমা উদ্ধারে ব্যস্ত
কেন না, ওরা তো অন্য মানুষের ছেলে মেয়ে
মাটিতে লুটিয়ে পড়ে আছে যারা
ফলে, আরো কিছু দিন পায়ের তলাটা চেটে দিলে যদি
জিহ্বার স্বাদ ফিরে আসে!
ব্যাংক অ্যাকাউন্টের কথাও ভেবে দেখতে হবে
ভবিষ্যৎ বলে একটা কথা আছে না!
এখন বরং চুপ করে থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শোনা যাক একটু
জানো তো, আদ্দেক গোঁফ লোকটার ছানারাও ক্ল্যাসিক্যাল ভালোবাসতো।