গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৯ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৮ জন।আজ শনিবার ১৪ আগষ্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল ১৩ আগস্ট সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৮৬ জন ভর্তি রয়েছেন।চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৪ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট পাঁচ হাজার ৯০২ জন। ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ৮৩৮ জন।ডেঙ্গু শনাক্তে চলতি মাসের ১৩ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগী দুইহাজার ৯৮৭ জন। অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য পাঠিয়েছে। তবে কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোন মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি আইইডিসিআর।
দিএডিটর৩৬৫/এমআরএম