গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন।
এরমধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায় ২৪৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৩ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল থেকে (২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে একথা জানানো হয়েছে।
১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট আট হাজার ৩১৭ জন।
তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৫৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ৮৭ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ছাড়প্রাপ্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন সাত হাজার ১৩৪ জন। এই সময়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম