ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে।
২৪ ঘণ্টায় ৪১ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৮৮৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
এর আগে, বুধবার (১৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৫০০ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭টি ল্যাবে ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪০ হাজার ৮৯৮টি। করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
মৃতদের মধ্যে পুরুষ এক জন ও নারী তিনজন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন।
আজ মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন। এদের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম