ডেস্ক রিপোর্ট : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি রবিবারর। এদিন সকাল ১০টায় গণভবনে ভার্চুয়ালি ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের পরীক্ষা শেষ হয় ৩০ ডিসেম্বর।
এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি বিষয়গুলোর নম্বর এসএসসি এবং জেএসসির নম্বরের উপর ভিত্তি করে ফল দেয়া হবে। বিষয়ভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হচ্ছে।
দিএডিটর৩৬৫/এমআরএম