ডেস্ক রিপোর্ট : ইভ্যালির পরিচালনা বোর্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিরূপ স্ট্যাটাস ও ভিডিও পোস্ট দেওয়ার ঘটনায় ব্যারিস্টার নিঝুম মজুমদারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার ইভ্যালি পরিচালনা বোর্ডের এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে ১০ ফেব্রুয়ারি ইভ্যালির সাতটি গাড়ি নিলামে বিক্রির দিন নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার নিলামের বিষয়টি তত্ত্বাবধান করবেন।
নিলামের সময় পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রাখতে পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার ইভ্যালির বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।
এছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, তাদের বাবা-মা-ভাই-বোন, পুত্র, কন্যা ও শ্বশুর-শাশুড়ির অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে দিএডিটর৩৬৫ এর সম্পাদক মাসকাওয়াথ আহসান এক প্রতিক্রিয়ায় জানান,ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় উচ্চ আদালত ডেকে পাঠিয়েছে একজন লেখককে। (চ্যানেল টোয়েন্টি ফোর) আইন পেশায় নিয়োজিত একজন নেটিজেন যদি না জানেন যে মিডিয়ার জন্য অনুসৃত আচরণবিধিই সোশাল মিডিয়ার কম্যুনিটি স্ট্যান্ডার্ড! সরকারি দলের সহমত ভাই হলেই কমনসেন্স খুলে ফ্রিজে রেখে ফেসবুকিং করলে আদালত তো ব্যবস্থা নেবেই। একবিংশের সভ্য সমাজে অগ্রহণযোগ্য কথা বার্তা ফেসবুকে লিখলে, বিদ্বেষ প্রচার করলে সংশোধনমূলক শাস্তি গোটা পৃথিবীতে প্রচলিত। এরকম সংশোধনমূলক শাস্তির কারণে নেদারল্যান্ডস আজ অপরাধী পায় না জেলে পাঠানোর, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কারাগার আনন্দময় সংস্কার কেন্দ্র।
দিএডিটর৩৬৫/এমআরএম