ডেস্ক রিপোর্ট : রাশিয়া জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ১১টি বিমান ঘাঁটিসহ ৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। খবর এএফপির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর চালানো বিমান হামলায় ইউক্রেনের ৭৪টি সামরিক স্থল স্থাপনা ধ্বংস হয়েছে।’
তিনি সুনির্দিষ্ট করে বলেন, ধ্বংস হওয়া এ সব স্থাপনার মধ্যে ১১টি বিমান ঘাঁটি রয়েছে।
তিনি আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় দেশটির একটি সামরিক হেলিকপ্টার ও চারটি ড্রোনও ভূপাতিত হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম