ডেস্ক রিপোর্ট : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে জানান, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।
বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
এর আগে রুশ প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন ।
এ সময় ইউক্রেনে যেন রাশিয়া আগ্রাসন না চালায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন সেই বিষয়ে বৈঠক করছিল, তখনই টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষায় রুশ সেনাবাহিনীর ‘প্ররোচনা ছাড়া’, ‘অন্যায্য’ হামলার প্রতিক্রিয়া বলেছেন যে, এই যুদ্ধে ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া একা দায়ী’।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যার কারণে বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে।’
জো বাইডেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একত্রিত হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্ব রাশিয়াকে দায়ী করবে’।
দিএডিটর৩৬৫/এমআরএম