নাহরীন আই খান
ডাইসের দানে তুমি আর আমি মিলে গেলেই
আবার হাতে হাত রাখা
গুনে গুনে আগানো,
কোন স্টেশনে নোঙ্গর ফেলবো
কতটা অনুভূতি ব্যাঙ্ক থেকে ধার নেবো কষ্ট গুলোকে মর্টগেজ রেখে
কয়টা ভালো- বাসা কিনবো ভালোবাসার তারল্যে
কখনো স্বেচ্ছায় নির্বাসন মাথা পেতে নেবো অব্যক্ত অভিমান বুকে পুষে
তোমার অহেতুক জেদি আব্দারের কর দেব ভীষণ কাঙ্খিত লোক দেখানো অনিচ্ছায়
আমি নিঃস্ব হতে হতে তোমায় সাজিয়ে যাবো আমারই আগলে রাখা ঐশ্বর্যে
এই যে মনোপোলির ওই চারকোনা বোর্ড ধরে প্রতিদিন আমরা দুজনে হেরে আর জিতে সমর্পিত হই কেনা বেচার এই যান্ত্রিক শহরে
বিত্তের আলো ঝলমল এই নিয়ন বাতির নিসঃঙ্গ রাজপথে
দেখা হয় তোমার আর আমার ছক্কার দানে
তোমাকে পেতে চাওয়া মুহূর্ত গুলো হয়ে
যায় একরোখা- মনোপলি- বিকল্পহীন.
আজকাল ঘুরেফিরে আমার আর তোমার যাপিতজীবনের আরেকনাম মনোপলি বোর্ডগেইম