পেশাগত কারণে প্রবাসে অবস্থান করলেও প্রবাসীদের মন পড়ে থাকে সেই সোনার বাংলায়। প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের অন্যতম দায়িত্ব বাংলাদেশ এর সংস্কৃতি ও বাংলা ভাষা কে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দেওয়া যাতে তারা সাংস্কৃতিক শূন্যতা অনুভব না করে। এই লক্ষ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-লেসথো এর উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রবাসে অবস্থানরত শিশু-কিশোরদের জন্য বাংলা বর্ণমালা হাতের লেখা প্রতিযোগিতা যার মাধ্যমে তারা বাংলা অক্ষরজ্ঞান লাভ করবে। আগামী ১৪ই এপ্রিল, ২০২৪, রবিবার, পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩টায় লেসথো’র রাজধানী মাসেরু’তে নেডব্যাংক ফ্লাটে অনুষ্ঠিত হবে শিশু কিশোরদের জন্য বাংলা বর্ণমালা হাতের লেখা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী ৩ থেকে ১৭ বছর বয়সী সকল শিশু কিশোরদের নাম রেজিস্ট্রি করতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন – লেসথো’র পক্ষ থেকে প্রবাসী সকল বাংলাদেশীদের জানানো হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
নিজস্ব সংবাদ দাতা