আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে ২০০ এর অধিক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বুধবার রাতে নুরিস্তান প্রদেশের সেই গ্রামটিতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। আকস্মিক বন্যাকে তারা প্রায় কেউই টের পান নি। ফলে বন্যা তাদের ভেসে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত স্থানীয়রা নুরিস্তান কামদেশ থেকে ৮০ টির বেশি মৃতদেহ উদ্ধার করেছেন। বন্যায় তালেবান নিয়ন্ত্রিত দুর্গম একটি গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে; অনেকে কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। নিখোঁজ রয়েছেন এখনো শতাধিক।
তালেবান বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক এ বন্যায় অন্তত দেড় শ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলে আফগান এক সাংবাদিকের কাছে নুরিস্তানে কর্মরত এক প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করেছেন। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দিতে চেয়েছেন তালেবানরা। তবে আশঙ্কা করা হচ্ছে যে, আফগান সরকারী বাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় গোষ্ঠিটির প্রাকৃতিক দূযোর্গ মোকাবিলার প্রস্তুতি আছে কি না তা স্পষ্ট নয়।
দ্যএডিটর৩৬৫/ জেডআই