ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে দুই নতুন মুখ মাহমুদুল হাসান জয় এবং এবাদত হোসেন।
যদিও ইতোমধ্যে টেস্ট ক্রিকেট খেলেছেন এবাদত ও জয়। তবে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত ৫০ ওভারের দলে ডাক পেলেন তারা।
তবে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দলে ব্যাপক পরিবর্তন এনেছে। সর্বশেষ দল থেকে সাত খেলোয়াড়কে বাদ দেয়া হয়েছে।
জিম্বাবুয়ের মাটিতে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাইজুল ইসলাম।
এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ইয়াসির আলী, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে না থাকা নাসুম আহমেদ, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরাও ফিরেছেন জয়-এবাদতের সাথে।
গেল মাসে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের পেছনে প্রধান ভূমিকা ছিলো পেসার এবাদতের। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে, প্রধান নির্বাচকের মতে- ক্রিকেটের যে কোন ফরম্যাটে খেলার যোগ্যতা দেখিয়েছেন জয়।
আজ আবেদিন বলেন, ‘যে কোন ফরম্যাটে খেলার সক্ষমতা দেখিয়েছেন জয় এবং এবাদত। তাই তাদের বিবেচনা করা হয়েছে। আমি আশা করি, এই স্কোয়াডটি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে যথেষ্ট শক্তিশালী।’
ওয়ানডে সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অর্ন্তভুক্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ দু’টি হবে ৩ ও ৫ মার্চ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।
দিএডিটর৩৬৫/এমআরএম