ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের দাম না কমানো হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা এসব কথা জানান।
সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, না হয় ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু বলেন, দু-একজন মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে গেছেন। তবে এটা কোনো বৈঠক নয়।
দিএডিটর৩৬৫/এমআরএম