ডেস্ক রিপোর্ট : সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথম দিনে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে সারাদেশে অন্তত ৯৫ জন মারা গেছেন। প্রতি মুহূত্র্বে বেড়েই চলছে নিহতের সংখ্যা।

এর মধ্যে নরসিংদীতে ৬, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২, কিশোরগঞ্জে ৫, রাজধানী ঢাকায় ৯, বগুড়ায় ৫, মুন্সিগঞ্জে ৩, মাগুরায় ৪, ভোলায় ৩, রংপুরে ৪, পাবনায় ৩, সিলেটে ৫, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরাণীগঞ্জে ১, সাভারে ১ ও বরিশালে ১ জন নিহত হয়েছেন।


দিএডিটর৩৬৫/এমআরএম