অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেট শিকারের নজির গড়েন বাংলাদেশের সাকিব আল হাসান। এতে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন সাকিব। এ ছাড়া ব্যাট হাতে এক হাজার রানের মালিকও বিশ্বে সেরা এ অলরাউন্ডার।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ব্যাট হাতে ১ হাজার রান ও একশ উইকেট শিকারী এখন সাকিব। টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিবের ১হাজার রান আগেই পুর্ন করেছেন সাকিব। ২০১৬ বিশ্বকাপে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হাজার রান পুর্ন করেছিলেন তিনি। আজ বল হাতে ১শ উইকেট নিয়ে ষোলকলা পূর্ণ করে অনন্য রেকর্ডের জন্ম দিলেন সাকিব।
টেস্টে একশ উইকেট ও এক হাজার রান করা প্রথম খেলোয়াড় অস্ট্রেলিয়ার জর্জ গিফেন, ওয়ানডেতে প্রথম ইংল্যান্ডের বোথাম ও টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশের
সাকিব।দিএডিটর৩৬৫/এমআরএম